সুদের টাকা আদায়ে যুবককে ‘শিকলে বেঁধে’ নির্যাতন

পটুয়াখালীর রাঙ্গাঁবালী উপজেলায় সুদের টাকা আদায়ে বিরোধের জেরে এক যুবককে ‘শিকলে বেঁধে’ মারধরের অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 10:58 AM
Updated : 28 Dec 2016, 10:58 AM

রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফীন জানান, মঙ্গলবার রাতে ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে খলিলুর রহমান হাওলাদারকে (৩২) শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

খলিল ওই এলাকার কালু হাওলাদারে ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খলিল বলেন, কয়েক মাস আগে স্থানীয় ঝুমুর বেগমের কাছ থেকে সুদে সাত হাজার টাকা নেন তিনি। মঙ্গলবার রাতে ১০ হাজার ৫০০ টাকা সুদ পরিশোধ করতে ঝুমুরের বাড়ি যান।

“এ সময় ঝুমুর সুদসহ মোট ২০ হাজার টাকা দাবি করলে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমার পকেটে থাকা ১০ হাজার ৫০০ টাকা ঝুমুর ও তার পরিবারের লোকজন জোর করে ছিনিয়ে নেন।

“পরে ঝুমুরের স্বামী মিজু হাওলাদার এবং তার ছেলে আমাকে শিকল দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।”

পুলিশ গিয়ে উদ্ধার করে বলে জানান খলিল।

ওসি শামসুল বলেন, এ ঘটনায় মিজু হাওলাদারকে আটক করলেও থানায় তার বিরুদ্ধে অভিযোগ না করায় ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান দায়িত্ব নিয়েছেন।  

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “ওসি আমাকে ঘটনাটি জানানোর পর উভয় পক্ষই স্থানীয়ভাবে মীমাংসায় রাজি হয়েছে।”

তবে জেলা পরিষদ নির্বাচন চলায় বিষয়টি ফয়সালা করতে দেরি হচ্ছে বলে জানান তিনি।