টাঙ্গাইলে পিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পিটুনিতে আহত হয়েছেন একজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 09:23 AM
Updated : 28 Dec 2016, 09:23 AM

উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে মঙ্গলবার রাতে পিটুনিতে তারা আহত হন। বুধবার হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে পুলিশ ও চিকিৎসক জানিয়েছেন।

নিহত একজন হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কুলা গ্রামের নারায়ণচন্দ্র দাসের ছেলে কমল চন্দ্র দাস (৪৫)।

আহত নেক মোহাম্মদ সিরাজগঞ্জ জেলার সলজারা গ্রামের নূর হোসেনের ছেলে। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার এসআই মোশাররফ জানান, মঙ্গলবার রাতে ৭/৮ জনের ডাকাতদল আগধল্যা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে ‘ডাকাতির’ জন্য হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দৌড়ে পালাতে গিয়ে তিন ‘ডাকাত’ পুকুরে পড়ে।

“পরে গ্রামবাসী ডাকাত দলের সদস্যদের ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

অন্য ‘ডাকাতরা’ পালিয়ে গেছে বলে জানান এসআই মোশাররফ।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন, বুধবার সকালে হাসপাতালে দুই ডাকাতের মৃত্যু হয়েছে।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত এক ডাকাতের পরিচয় জানা গেলেও আরেকজনের পরিচয় মেলেনি।