মাদারীপুরে ভোটগ্রহণ শুরু আগেই মারামারি

জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু করার আগেই মাদারীপুরের একটি কেন্দ্রে মারামারি হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 07:43 AM
Updated : 28 Dec 2016, 09:38 AM

রাজৈর থানার ওসি কামরুল হাসান বলেন, রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ৯টায় সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে ২টা পর্যন্ত।

স্থানীয়রা জানান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন আবদুস সালাম মাস্টার। তার সমর্থক রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়া চার-পাঁচজন লোক নিয়ে হোসেনপুর ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হাসানের সমর্থকেরা বাধা দিলে মারামারি বাধে।

তবে ভোট গ্রহণ শুরুর আগেই আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি কামরুল বলেন, “আমরা মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল ৯টা থেকেই ভোগ গ্রহণের পরিবেশ সৃষ্টি করেছি। এখন ভোট গ্রহণ হচ্ছে।”

জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, মাদারীপুরের ৮৩১ জন ভোটার ৩০টি বুথে ভোট দিচ্ছেন একজন চেয়ারম্যান, পাঁচজন সংরক্ষিত আসনের সদস্য ও ১৫ জন সাধারণ সদস্য নির্বাচনের জন্য।

“সব কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়ন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।”

এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। সাধারণ সদস্য পদে ছয় ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৯টি পদে লড়ছেন ৩৩ জন। সংরক্ষিত পাঁচটি মহিলা সদস্য পদের মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদের জন্য লড়ছেন চারজন।