শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 06:36 AM
Updated : 29 Dec 2016, 02:15 AM

মঙ্গলবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আবদুল আলিম জানান।

পদ্মা নদীতে কুয়াশা বেড়ে যাওয়ার কারণেসোমবার রাত ৩টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

তাছাড়া কুয়াশার কারণে মাঝ নদীতে যান নিয়ে আটটি ফেরি আটকা পড়ে।

আর শিমুলিয়া পাড়ে পারাপারের অপেক্ষায় থাকেপ্রায় ৩০০ যান।

আবদুল আলিম বলেন, “কুয়াশা কেটে যাওয়ার পরআটকে থাকা ফেরিগুলো ঘাটে ফিড়েছে।সেইসঙ্গে পাড়ে আটকে থাকা গাড়ির জটও কমতে শুরু করেছে।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের দুই গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দিনৌ পথে শীত মৌসুমে কুয়াশার কারণে পারাপার বিঘ্নিত হয়।

এতে একদিকে ঠাণ্ডায় নদীতে আটকে থেকে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়,অন্যদিকে ঘাটে জট সৃষ্টি হয় বলে বিলম্বিত হয় পণ্য পরিবহন।