মুন্সীগঞ্জে কলেজ ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ৬

মুন্সীগঞ্জে সদর উপজেলায় একটি কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। 

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2016, 10:16 AM
Updated : 25 Dec 2016, 11:38 AM

রোববার ভোরে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে এ অভিযান চালানো হয় বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান।

আটক ছয়জনের মধ্যে তিনজন ছাত্র ও বাকিরা বহিরাগত বলে জানালেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ছাত্রাবাস থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, একটি থ্রি নট থ্রি রাইফেলের ড্যাম, একটি এয়ারগান, তিনটি ম্যাগজিন, ৯৬ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড কার্তুজের খোসা, পাইপগান তৈরি যন্ত্রাংশ, একটি খেলনা পিস্তল, দুইটি চাইনিজ কুড়াল, সাতটি ছুরি, একটি হ্যাক্সো ব্লেড ও ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার জায়েদুল বলেন, ভোরে ছাত্রাবাসের ২০৫ ও ৪০৮ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। অভিযানে অস্ত্র গুলি উদ্ধারের পর জিজ্ঞেসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

কক্ষ দুটির মধ্যে ২০৫ নম্বর কক্ষটি কলেজ ছাত্রলীগ সভাপতি নিবির আহাম্মেদের দখলে থাকলেও অভিযানের সময় তাকে পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।