বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের দুইদিন পর এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2016, 06:57 AM
Updated : 25 Dec 2016, 07:00 AM

মৃত মুনতাহা সাহিরার (১৩) রাজধানীর পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক মো. সরোয়ার জাহানের মেয়ে।

শুক্রবার কীর্তনখোলা নদীর করাইতলা পয়েন্টে নিখোঁজ হয় সে। 

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মাহবুব আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের অদূরে বিশ্বাসেরহাট এলাকায় মুনতাহার লাশ ভেসে ওঠে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

শুক্রবার রাতে চিকিৎসক সরোয়ার জাহান পরিবারের সদস্যদের নিয়ে ভোলা থেকে স্পিডবোটে করে বরিশাল যাচ্ছিলেন। পথে করাইতলা পয়েন্টে বিপরীত দিক থেকে আসা আরেকটি একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হলে দুটি বোটই ডুবে যায়।

রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা সরোয়ারের স্ত্রী নেসপতি বেগমের (৩৫) লাশ উদ্ধার করলেও মেয়ে মুনতাহার কোন খোঁজ মিলছিল না।

ওসি মাহবুব জানান, এ ঘটনায় শনিবার চিকিৎসক সরোয়ার আটজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় স্পিডবোট চালক সমিতির দুই নেতাকে গ্রেপ্তার  করা হয়েছে।