বরিশালে স্পিডবোট দুর্ঘটনা: আটক ২

বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট ডুবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 12:59 PM
Updated : 24 Dec 2016, 12:59 PM

এরা হলেন বরিশাল স্পিডবোট চালক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।

শনিবার সন্ধ্যায় বন্দর থানার ওসি মাহবুব আলম এ কথা জানিয়েছেন।

শুক্রবার রাতে কীর্তনখোলা নদীর করাইতলা পয়েন্টে দুটি স্পিডবোটের সংঘর্ষের পর পানিতে পড়ে ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসক সরোয়ার জাহানের স্ত্রী নেসপতি বেগমের মৃত্যু। এখনও নিখোঁজ রয়েছে তাদের মেয়ে সাহিরা।

ওসি মাহবুব বলেন, স্পিডবোট দুর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে আট জনের বিরুদ্ধে একটি করা হয়েছে। ওই মামলায় স্পিডবোট চালক সমিতির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলার বাকি আসামিদের নাম প্রকাশ করেন নি তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান,  নিখোঁজ কিশোরীর সন্ধানে ঘটনাস্থল থেকে আশেপাশের ১০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে।

“শনিবারও তার সন্ধান পাওয়া যায়নি। তাই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।”