লক্ষ্মীপুরে স্কাউটদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ

লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পের সদস্যদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 10:22 AM
Updated : 24 Dec 2016, 11:05 AM

শনিবার দুপুরে এ হামলায় জেলার সিনিয়র রোভার মেট মো. হাসানসহ তিন প্রশিক্ষনার্থী আহত হয়েছেন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে চার দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল শনিবার। এর একটি অংশ হলো- অজানা উদ্দেশ্যে ভ্রমণ (হাইকিং)। এ কর্মসূচি শেষে তারা কলেজ মাঠে উপস্থিত হয়ে গান করার সময় ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের বাধা দেন।

আজিজুল বলেন, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কমার্স কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক পিয়াস ও সংগঠনটির পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাঁধনের নেতৃত্বে ১৫/১৬ জন ছাত্রলীগকর্মী স্কাউটদের উপর হামলা চালায়।

সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রাফি জাহান বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিয়াস ও বাঁধনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।