মোটরসাইকেল ‘ছিনতাইয়ের চেষ্টা’, যুবদল নেতাকে পুলিশে দিল জনতা

মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2016, 03:37 PM
Updated : 23 Dec 2016, 04:24 PM

প্রেপ্তার আশরাফুল আলম শামীম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শহরের হারুয়া এলাকার প্রয়াত মোক্তার আলীর ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার সদর উপজেলার কাতিয়ারচর এলাকার এ ঘটনায় বিকালে একটি মামলা হয়েছে।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, সকাল ১১টার দিকে স্থানীয় মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান মটরসাইকেল নিয়ে নান্দলা এলাকার ‘বড়িবাড়ি এতিমখানা মাদ্রাসায়’ যাচ্ছিলেন।

“পথে শামীমের সঙ্গে দেখা হলে তিনি লিফট চেয়ে মিজানুরের মোটরসাইকেলে ওঠেন। বিন্নাটি মোড়ের কাছাকাছি যেতেই মিজানুরকে রড দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় মিজানুরের চিৎকারে জনতা শামীমকে ধরে পিটুনি দেয়।”

পরে পুলিশ শামীমকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে বলে জানান ওসি মোশারফ।

এ পুলিশ কমকর্তা বলেন, ওই ঘটনায় শিক্ষক মিজানুরের করা মামলায় শামীমকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।