নৌ ডাকাতির সময় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জে তিনদিন আগে ডাকাতির সময় নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2016, 01:07 PM
Updated : 23 Dec 2016, 04:08 PM

ব্যবসায়ীর নুরুল আলম (৪৮) ঢাকায় হাতিরপুল এলাকার বাসিন্দা।

শুক্রবার করিমগঞ্জ উপজেলার ধনু নদীতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে ইটনা থানার পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান।  

ওই ব্যবসায়ীর ভাই শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ ডিসেম্বর ঢাকার হাতিরপুলের বাসিন্দা রুপা আক্তারের সঙ্গে ইটনা উপজেলার করমশি গ্রামের মুর্শেদ ইসলামের বিয়ে হয়।

“২০ ডিসেম্বর রুপার স্বজনরা ইটনায় মুর্শেদের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় একটি নৌকায় রুপাসহ স্থানীয় প্রায় ৪০ লোক করিমগঞ্জের চামটা বন্দরের দিকে রওনা দেয়।

“নৌকাটি কাটাখাল নদীতে এলে একদল ডাকাত হামলা চালায়। এ সময় নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী নুরুল আলম।”

পরির্দশক মিজানুর বলেন, ওই ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা নুরুল আলমের সন্ধান চালিয়ে আসছিল। শুক্রবার সকালে ধনু নদী থেকে স্থানীয়রা নুরুল আলমের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় ওই ব্যবসায়ীর ভাই মামুন অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে ইটনা থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।