কলকাতা ফেরত বাসে ডাকাতি, গ্রেপ্তার ৫

ফরিদপুরের মধুখালীতে কলকাতা থেকে ঢাকাগামী বাসে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ‘ডাকাতকে’ আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 10:01 AM
Updated : 22 Dec 2016, 10:03 AM
বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল জানান।

আটককৃতরা হলেন সদর উপজেলার আরজিনা বেগম (৩৫) সাথী বেগম (২৪),

নড়াইলের আরিফ হোসেন (২৮), পাবনার নুরুল ইসলাম (৩৪) এবং বরগুনার শরিফুল ইসলাম (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মঙ্গলবার গভীর রাতে কলকাতা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা ডাকাতরা অন্য যাত্রীদের জিম্মি করে লুটপাট করে।

“রাতেই পুলিশ খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান মোল্লা নামের এক ডাকাতকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে আরও পাঁচজনকে আটক করা হয়।”

ডাকাতদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বারটি হাতবোমা, একটি বিদেশি ছোড়া, দুইটি স্বর্ণের চেইন, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকাসহ লুটের সমস্ত মালামাল উদ্ধার করা হয় হয়েছে বলে জানান তিনি।