খাগড়াছড়ির মেয়রের বিরুদ্ধে সাংবাদিকদের জিডি

খাগড়াছড়িতে কর্মরত ৩৫ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন পৌর মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 12:48 PM
Updated : 20 Dec 2016, 01:26 PM

মঙ্গলবার খাগড়াছড়ি সদর থানায় তারা জিডি করেছেন। এছাড়া মারধর করার অভিযোগে স্থানীয় সাংবাদিক নীরব চৌধুরী পৃথক আরেকটি জিডি করেছেন।

এর আগে সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের প্রতিবাদে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের শাপলা চত্বরে মৌন মানববন্ধন করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত হয়ে হুমকি দিচ্ছে একদল যুবক

সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত হয়ে হুমকি দিচ্ছে একদল যুবক

মানববন্ধন শেষে সাংবাদিকরা মিছিল নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

জিডিতে অভিযোগ করা হয়, গত রোববার প্রথম আলোর ফটো সাংবাদিক নীরব চৌধুরী জেলা সদরের রাজ্যমনি পাড়া চেংগীনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের লোকজন বাধা দেয় এবং তাকে ধরে পৌরসভা কার্যালয়ে নিয়ে যায়। পরে খাগড়াছড়ি পৌরসভার সচিবের অফিস কক্ষে নিয়ে নীরবকে বেদম মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে নেয়।

এক পর্যায়ে মেয়র রফিক সাদা কাগজে চাঁদাদাবি করেছে এমন মুচলেখা নিয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া ও দৈনিক প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তি দেওয়ানের কাছে তুলে দেন বলে জিডিতে দাবি করা হয়।

চিকিৎসাধীন নীরব চৌধুরী

আহত নীরব চৌধুরীকে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নীরব চৌধুরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করার সময় একদল যুবক সেখানে গিয়ে তাদের অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয় বলেও জিডিতে অভিযোগ করা হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের পেশাগত নিরাপওার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।