ফরিদপুরের নিখোঁজ পোস্ট মাস্টারের সন্ধান

ফরিদপুরের নিখোঁজ সহকারী পোস্ট মাস্টার সুরেশ চন্দ্র মণ্ডলকে অচেতন অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 09:03 AM
Updated : 20 Dec 2016, 09:03 AM

সুরেশের ছেলে মিঠুন মণ্ডল জানান, শনিবার বিকালে বাসে করে মাদারীপুর থেকে ফরিদপুর যাওয়ার সময় অজ্ঞান পাটির খপ্পরে পড়েন সুরেশ মণ্ডল (৫৬)। সোমবার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়ায় যায়।

মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞান পাটির সদস্যরা বাবাকে বিস্কুট খাওয়ানোয় তিনি জ্ঞান হারান। পরে কারা তাকে হাসপাতালে নিয়ে যায় তা তিনি বলতে পারেননি।

“বাবার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে হাসপাতালের চিকিৎসকরা আমাদের খবর দেন।”

চিকিৎসা শেষে সোমবার রাতেই সুরেশকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মিঠুন।

সুরেশ চন্দ্র মণ্ডল ফরিদপুর পোস্ট অফিসে কর্মরত সহকারী পোস্ট মাস্টার। শনিবার বিকালে তিনি মাদারীপুরের কালকিনী উপজেলার কানুরগাঁ গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। কালকিনী থানায় তার সন্ধান চেয়ে জিডি করে তার পরিবার।