চাঁদপুরে খাবারে বিষক্রিয়ায় ৬ জন অসুস্থ

চাঁদপুর শহরে খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত এক পরিবারের ছয় সদস্যের সবাইকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 04:33 AM
Updated : 19 Dec 2016, 03:04 PM

শহরের ব্যাংক কলোনির জাহাঙ্গীর সেলিমের বাড়িতে রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বেলাল হোসেন।

অসুস্থরা হলেন - ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম (৫৮), স্ত্রী রাবেয়া বেগম (৫২), ছেলে কামরুল হাসান (২৪), কামরুলের স্ত্রী হাসনা আক্তার (২১), আব্দুল করিমের নাতি নাহিদ হাসান (১৩) ও ইমান হোসেন (১১)।

আব্দুল করিমের জামাতা মোরশেদ আলম বলেন, রাতে সবাই মুরগির মাংস দিয়ে খাবার খাওয়ার পর পর্যায়ক্রমে অচেতন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন টের পেয়ে তাদের হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসক বেলাল জানান, ছয়জনই গুরুতর অসুস্থ। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণত খাবারে বিষক্রিয়ায় এ ধরনের অবস্থার সৃষ্টি হয়।

বিষক্রিয়া সৃষ্টি হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি চিকিৎসক বেলাল হোসেন।