সাতক্ষীরায় অপহরণের পর লাশ উদ্ধার, আটক ৩

মুক্তিপণের দাবিতে অপহরণের পাঁচ দিন পর সাতক্ষীরায় কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ; আটক হয়েছে তিনজন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 06:56 AM
Updated : 17 Dec 2016, 06:56 AM

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, শনিবার সকালে সদর উপজেলার মহাদেবনগর গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত গৌতম ওই গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য গণেশ সরকারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।

গণেশ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় গৌতম ও তার বন্ধুরা বাড়ির পাশে মহাদেবনগর মোড়ে আমিন মিস্ত্রির দোকানে বসে টিভিতে ফুটবল খেলা দেখছিল।

“এ সময় মোবাইল ফোনে তাকে ডেকে নেওয়া হয়। রাতে তার নম্বর থেকে ফোন করে ১০ লাখ মুক্তিপণ চাওয়া হয়। পুলিশে জানালে বিপদ হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।”

এরপর টাকা দেওয়ার কথা বলে পুলিশ তিনজনকে আটক করে বলে জানান গণেশ মণ্ডল।

আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলেও তিনি জানান। তবে পুলিশ ঘটনা তদন্তের স্বার্থে আটককৃতদের নাম জানাতে চায়নি।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, নিহত ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।