বিজয় দিবসে অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের পাশে এমপি কুদ্দুস

বিজয় দিবসে অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ১৭৪ জন সদস্যদের নগদ অর্থ দিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 02:20 PM
Updated : 16 Dec 2016, 02:21 PM

শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ অর্থ বিতবরণ করেন বলে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন জানান।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ অনুষ্ঠানে উপস্থিত এমপি আব্দুল কুদ্দুস উপজেলার অসচ্ছ্বল ১৭৪ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ব্যক্তিগত তহবিল হতে বিভিন্ন পরিমাণ নগদ অর্থ সহায়তা দেন।

“আয়োজক কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা হিসাবে সাংসদকেই শুরুতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিতে চাইলে তিনি তাতে অসম্মতি জানান এবং তিনি তা অন্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার নির্দেশ দেন।”

ব্যক্তিগত তহবিল হতে সহায়তার বিষয়টি সাংসদ নিজেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।