দুই দিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাটে পন্টুনের র‌্যাম ভেঙে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ হওয়ার দুদিন পর আবার চালু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 10:37 AM
Updated : 16 Dec 2016, 10:37 AM

শুক্রবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল করছে বলে জানান ফেরিঘাট ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার।

আবু আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে র‌্যাম ভেঙে যাওয়ার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার বরিশালের প্রকৌশল বিভাগ ভেঙে যাওয়া র‌্যাম পুনরায় স্থাপন করে।

দুপুর পৌনে ১টায় ১৪টি যানবাহন নিয়ে ফেরি কিষাণী ও দুপুর পৌনে ২টায় ১৩টি যানবাহন নিয়ে ফেরি কনকচাঁপা লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান তিনি।

এছাড়া ভোলা ও লক্ষীপুরের দুই ফেরিঘাটে এখনও শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।