বিজয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৫

খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 04:21 AM
Updated : 16 Dec 2016, 04:48 AM

অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়।

আহতরা হলেন পুলিশ কনেস্টবল শাহীন, কনেস্টবল ইসমাইল, তুলসী রানী ঘোস, তার ছেলে পল্লব (৮) ও বরেন ত্রিপুরা নামে এক ব্যক্তি।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তির পর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা বলেন, আহত দুই কনস্টেবল ও বরেন ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী হাসপাতালে আহদের দেখতে যান।