নেত্রকোণায় ১০ ওষুধ বিক্রয় প্রতিনিধি গ্রেপ্তার

নেত্রকোণা সদর হাসপাতালে সিভিল সার্জনের কক্ষে হামলা ও ভাংচুরের অভিযোগে ১০ ওষুধ বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 02:30 PM
Updated : 14 Dec 2016, 02:30 PM

বুধবার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান।

নেত্রকোণা জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান বলেন, “সকাল ৯টার পর হাসপাতালে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভিজিট করা নিষেধ।কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দেড়শ ওষুধ বিক্রয় প্রতিনিধি হাসপাতালে ভিড় করে।

“হাসপাতালের নিরাপত্তা প্রহরীরা তাদের নিষেধ করলে তারা তাদের ওপর চড়াও হয়।পরে সিভিল সার্জনের কক্ষে হামলা চালিয়ে দরজা ও জানালা ভাংচুর করে। এর পরপর পুলিশ ১০ বিক্রয় প্রতিনিধিকে আটক করে।”

এ ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৫১ জন বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান সিভিল সার্জন ।

ওই মামলায় বিকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি আবু তাহের।