নড়াইলকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসনের পদক্ষেপ

নড়াইলকে ভিক্ষুকমুক্ত করতে পুর্নবাসনসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। 

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 02:06 PM
Updated : 14 Dec 2016, 02:07 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

তিনি বলেন, জেলায় ৭৯৮ জন ভিক্ষুক চিহ্নিত করা হয়েছে। তাদের পাঁচজনকে গরু, ২৬৯ জনের মাঝে ৩০৭টি ছাগল, ১৩৫ জনের মাঝে ৯১০টি হাস, ৮০ জনকে ২৯০টি মুরগি, ছয়জনকে সেলাই মেশিন, ২৫৩ জনকে দোকানসহ সরকারি-বেসরকারি প্রকল্পের মাধ্যমে পুর্নবাসন করা হয়েছে।

তাদের দেওয়া হয়েছে ছবিসহ পরিচয়পত্র যা দিয়ে তারা চিকিৎসা, বাসস্থান, সন্তানাদির লেখাপড়াসহ বিভিন্ন ধরেনের নাগরিক সেবায় অগ্রাধিকার পাবেন। 

এর মাধ্যমে ২০১৭ সালে জানুয়ারি মাসে নড়াইলকে বাংলাদেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করা বলে জেলা প্রশাসক শরীফ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু প্রমুখ।