জনসংহতির ২ সদস্যকে রাঙ্গামাটিতে গুলি করে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

রাঙ্গামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 06:49 AM
Updated : 14 Dec 2016, 11:18 AM

জেলার পুলিশ সুপার সৈয়দ তারিকুল হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়া ভুয়াছড়ি এলাকায় এমএন লারমা গ্রুপ ও ইউপিডিএফের গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ঘটনা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পুলিশ গোলাগুলির কথা বললেও সমিতির এম এন লারমা গ্রুপের বাঘাইছড়ি শাখার সভাপতি সুরেশ চাকমা বলছেন কুপিয়ে হত্যার কথা। তিনি অভিযোগ এনেছেন ইউপিডিএফের বিরুদ্ধে।

তিনি বলেন, “ইউপিডিএফের সদস্যরা আমাদের দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভুয়াছড়ি এলাকায় কুপিয়ে খুন করেছে।”

নিহতরা হলেন ওই এলাকার নয়ন চাকমা (৩৩) ও যুদ্ধচন্দ্র চাকমা (২৯)। তারা সংগঠনের কাজ ছাড়া আর কিছু করতেন না বলে জানান সুরেশ চাকমা।

অন্যদিকে ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় দাবি করে সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বাবলু চাকমা বলছেন, ২০০৬ সাল থেকে  বর্তমান পর্ষন্ত এমএন লারমা গ্রুপ ও ইউপিডিএফের মধ্যে সুসম্পর্ক রয়েছে।

“উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুই সংগঠনের সম্পর্ক বিনষ্ট করতে এই অভিযোগ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।”