নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর: ‘মূল হোতা’ গ্রেপ্তার

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের ঘটনায় ‘মূল হোতা’ ইশরাক রাফীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2016, 05:54 PM
Updated : 11 Dec 2016, 05:59 PM

রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদে ইশরাক রাফীকে বিকালে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নগরীর নতুন বাজার কমার্স কলেজের সামনে শিক্ষার্থীদের বহনকারী বাস ‘প্রভাতী’র চালকের সঙ্গে এক রিকশা চালকের সাইড দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। তখন ওই রিকশার আরোহী দুই যুবক বাস থামিয়ে চালককে গালাগাল দিতে থাকে। বাসের আরোহী শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে দলবেঁধে ওই যুবকরা লাঠি ও রড দিয়ে বাসের গ্লাস ভাংচুর করে।

পরে ভাংচুরের ঘটনায় অজ্ঞাতদের আসমি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হুমায়ূন কবীর। এর আগে মিঠুন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রোববার নগরীর নতুন বাজার মোড় ও গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এবং ‘মূল হোতা’ ইশরাক রাফীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।