ভুয়া আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা

ভুয়া আবেদনপত্রে মাধ্যমে নড়াইলে জেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2016, 04:52 PM
Updated : 11 Dec 2016, 04:52 PM

রোববার নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল মাহমুদ শরীফ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকালে চেয়ারম্যান পদে তিন প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাস, সাঈফ হাফিজুর রহমান খোকন ও খন্দকার মো. মাসুদ হাসান তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করছেন মর্মে আবেদনপত্র পাওয়া যায়।

“এক পর্যায়ে সোহরাব হোসেন বিশ্বাস দাবি করেন তার নামে জমা হওয়া প্রত্যাহারের আবেদন পত্রটি তিনি জমা দেননি। এরই প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের ওই আবেদনটি সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।”

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দ আইয়ুব আলী ও সোহরাব হোসেন বিশ্বাস এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রিটার্নিং কর্মকর্তা হেলাল জানান।  

কে তার নামে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছে তার নাম প্রকাশ না করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাস।