হবিগঞ্জে ‘ছাত্রলীগ’-পুলিশ সংঘর্ষ, থানায় ভাংচুর

হবিগঞ্জ শহরে একটি তল্লাশি চৌকিতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের জেরে পুলিশের সঙ্গে একদল যুবকের সংঘর্ষ হয়েছে, যাদের ছাত্রলীগকর্মী বলছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2016, 11:11 AM
Updated : 11 Dec 2016, 11:11 AM
রোববার দুপুরে এ সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভুইয়া জানিয়েছেন।

এ সময় পুলিশের দুটি গাড়ি ভাংচুর ও সদর থানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম ছাত্রলীগের সংঘর্ষে জড়ানোর কথা অস্বীকার করেছেন।

এ ঘটনায় আহত সদর মডেল থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও কনস্টেবল জাকির হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নাম জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শহরের ২ নম্বর পুল এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে এক ছাত্রলীগকর্মীর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

“এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরা এসে থানা ও থানা প্রাঙ্গণে থাকা দুটি গাড়ি ভাংচুর করে।”

এ সময় এক এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম বলেন, “ছাত্রলীগের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। তবে শুনেছি ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।”