শিশুদের জন্য সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হিসেবে সারাদেশে শুরু হয়েছে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 07:17 AM
Updated : 10 Dec 2016, 07:25 AM

ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আর এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ ও পুষ্টিহীনতা দূর করে।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার সকালে দেশের সব জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। খবর পাঠিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন আমিনুল ইসলাম। এ সময় জেলার স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, এ জেলায় ১৯৪৯টি কেন্দ্রে ছয় মাস থেকে এক বছরের ৩৩ হাজার ৬৯০ জন ও এক থেকে পাঁচ বছরের ২ লাখ ৮৩ হাজার ৬৭১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কার্যক্রমে অংশ নিয়েছেন স্বাস্থ্যকর্মীসহ ৫ হাজার ৮৪৭ জন স্বেচ্ছাসেবক ও ২৮১ জন সুপারভাইজার।

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর

এ জেলায় ২ লাখ ৯৬ হাজার ১৮৮ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস।

সিভিল সার্জন বলেন, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্তু এ জেলায় ১০০ কেন্দ্রের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সিভিল সার্জন সকালে জেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ফরিদপুর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ছবি: কুমিল্লা প্রতিনিধি

ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা

জেলার সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, কুমিলায় ৯ লাখ ৫৯ হাজার ৫৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীসহ মোট ১৫ হাজার ৮১ জন স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বাদ পড়া শিশুদের জন্য ক্যাম্পেইনের পরবর্তী চারদিন মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে একটি করে স্থায়ী কেন্দ্র চালু থাকবে বলে জানান সিভিল সার্জন।