কুড়িগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি আহত 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের এক যুবক আহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 06:29 AM
Updated : 10 Dec 2016, 07:18 AM
শনিবার সকালে এ ঘটনায় আহত আবু বক্করকে (৩৬) রংপুরে পাঠানো হয়েছে। বক্কর ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল গ্রামের আলী বকরের ছেলে।

বিজিবির বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবীর বলেন, সকাল ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এর ১ এস এর কাছে গরু চড়াতে গেলে ‘ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা’ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“এরপর নো-ম্যান্স এলাকায় গুলিবিদ্ধ আবু বক্কর সংজ্ঞাহীন পড়ে থাকে। বিএসএফ সদস্যরা মৃত ভেবে চলে যায়।”

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠিয়ে দেয়। ওই যুবক ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান হুমায়ূন।

তিনি আরও জানান, এ ঘটনা জানার পর বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফ পক্ষকে চিঠি দেওয়া হয়েছে।