ফেনীতে মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৩

ফেনীতে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 12:41 PM
Updated : 8 Dec 2016, 02:00 PM

এ সময় অপহরণকারী চক্রের এক নারী সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার র‌্যাব ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।

উদ্ধার আবুল ফয়েজ খন্দকার (৬৫) শহরের আরামবাগ তুলাবাড়িয়ার আনোয়ারা টাওয়ারের বাসিন্দা।

আটকৃতরা হলেন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরকৃঞ্চ জয় এলাকার ফকরুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার (২২), একই ইউনিয়নের চরসাহা ভিকারী গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও সদর উপজেলার চোছনা মিয়াজি বাড়ির মো. রহুল আমিনের ছেলে মো. রিয়াজ হোসেন (২৭)।

র‌্যাব কর্মকর্তা বলেন, বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে রিকশায় করে নতুন রেজিস্ট্রি অফিস যাচ্ছিলেন আবুল ফয়েজ। তার রিকশা উত্তর চাড়িপুরের মরিচা ঘাটা এলাকায় পৌঁছলে অপহরণকারীরা তাকে ধরে নিয়ে ওই এলাকার একটি ঘরে বন্দি করে রাখে।

“পরে তারা ফয়েজের পরিবারে কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা ৫০ হাজার টাকা দিতে রাজি হয়ে বিষয়টি র‌্যাব ক্যাম্পে জানায়। অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে রাতে শহরের আদালত পাড়া এলাকা থেকে এক নারীসহ তিন অপহরণকারীকে আটক করে।”

পরে তাদের তথ্য অনুযায়ী চাড়িপুর এলাকার একটি ঘর থেকে আবুল ফয়েজ খন্দকারকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ সময় অপহরণকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।