আসামির পলায়ন: নাটোরে ৪ পুলিশ বরখাস্ত

পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নাটোরের  চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 11:18 AM
Updated : 8 Dec 2016, 11:56 AM

বৃহস্পতিবার নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি পালানোর ঘটনা তদন্ত করে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরা হলেন নাটোর পুলিশ লাইনের এএসআই এহতেসাম, কনস্টেবল রাশেদুল ইসলাম, আবুল কালাম ও মিজানুর রহমান।

মঙ্গলবার রাত ১২টার দিকে এএসআই এহতেসামের নেতৃত্বে  তিন কনস্টেবল হত্যা মামলার আসামি শামীম হোসেনকে (২৩) নিয়ে একটি বাসে করে নাটোর কারাগার থেকে নারায়নগঞ্জ কারাগারে যাচ্ছিলেন।  

পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভার আমিবাজারে বাস থেকে লাফিয়ে অন্য একটি বাসে চড়ে পালিয়ে যায় শামীম। সাভার মডেল থানার পুলিশ খোঁজাখুঁজি করলেও তাকে ধরতে পারেনি।