টাঙ্গাইলে জমির বিরোধে সংঘর্ষ নারীসহ ২ জন নিহত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমির বিরোধে সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে; পুলিশ আটক করেছে দুইজনকে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 03:36 AM
Updated : 8 Dec 2016, 04:40 AM

উপজেলার ভারড়া ইউনিয়নের খাসশাহজানী গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানান নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম।

নিহতরা হলেন ওই গ্রামের হযরত আলী (৬০) ও তার ছোট ভাইয়ের স্ত্রী সাজু বেগম (২৫)।

ওসি জহিরুল প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেন, বুধবার সন্ধ্যায় জমির বিরোধে হযরত আলী ও তার ছোট ভাই সোলেমানের মধ্যে সংঘর্ষ বাধে।

“এ সময় হযরত আলী লাঠি দিয়ে সোলেমানের স্ত্রী সাজুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাজুর স্বামী সোলেমান ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পাল্টা আঘাত করলে তার বড় ভাই হযরত আলীও ঘটনাস্থলেই মারা যান।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে বলে জানান ওসি জহিরুল।

আসামিদের গ্রেপ্তারের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম প্রকাশ করেনি।

এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।