সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘বনদস্যু’ নিহত

বাগেরহাটে সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর দুই ‘বনদস্যুর’ গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 09:00 AM
Updated : 7 Dec 2016, 10:22 AM

বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলি খালে এ বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান।

নিহতরা হলেন- আল আমিন (৩০) ও হোসেন মোল্লা (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

মেজর আদনান বলছেন, বাদামতলি খাল এলাকায় বনদস্যু শামসু বাহিনীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে র‌্যাব সদস্যরা বোট নিয়ে সেখানে যায়।

“এ সময় বনদস্যুরা র‌্যাবকে জেলে মনে করে তাদের বোট আটকে অপহরণের চেষ্টা করে। পরে বুঝতে পেরে তারা গুলি চালানো শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।”

দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস‌্যরা দুই জনের গুলিবিদ্ধ লাশ পায় বলে মেজর আদনান জানান।

সেখান থেকে ১১টি অস্ত্র ও ২২৭টি বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আদনান বলেন, “স্থানীয় জেলেরা দুই জনের লাশ দেখে তাদের শাসমু বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।”

শামসু ও তার দলের বিরুদ্ধে বনের জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

নিহতদের লাশ ও উদ্ধার অস্ত্র শরণখোলায় নিয়ে যাওয়া হয়েছে।