মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ইজতেমাফেরত দুই জনের মৃত‌্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় জোড় ইজতেমাফেরত যাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 07:10 AM
Updated : 7 Dec 2016, 07:10 AM

মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি নূরুল আলম জানান।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীগঞ্জ গ্রামের আবুল কালাম (৬৫) এবং একই উপজেলার বাইনতলা গ্রামের আবদুল ওহাব মাস্টার (৬৮)।

আহতদের মানিকগঞ্জ সদর ও ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শেষে প্রায় ৪০-৪৫ জন বাসে করে পটুয়াখালী ফিরছিলেন।

রাত সোয়া ১০টার দিকে তাদের বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আবদুল ওহাবও মারা যান।

নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।