জয়পুরহাটে ‘মাদক পাচারকারীর’ ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তে সন্দেহভাজন এক মাদক পাচারকারীর ছুরির আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2016, 10:32 AM
Updated : 6 Dec 2016, 10:32 AM

মঙ্গলবার আটাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান।

আহত বিজিবি সদস্য ইয়ার হোসেনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে চেঁচড়া গ্রামের মজনু মিয়ার ছেলে ফারুক হোসেন (২৬) ভারত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিয়ে সীমান্তের ২৮৩/২২-২৩ মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন।

“এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি সদস্য ইয়ার হোসেনের ধাওয়া খেয়ে ফারুক নদীতে ঝাঁপ দেন। ইয়ার হোসেনও নদীতে ঝাঁপ দিলে ফারুক ইয়ারের ডান হাতে ছুরি মারেন।”

ঘটনাস্থল থেকে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করলেও ফারুক ভারতে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান তিনি।