ভারতে গরু আনতে গিয়ে ‘আছাড় খেয়ে’ রাখালের মৃত্যু

সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে গরু আনার পথে হোঁচট খেয়ে আহত হয়ে এক রাখালের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2016, 07:17 AM
Updated : 6 Dec 2016, 07:17 AM

মঙ্গলবার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের চেয়ারম্যানের মোড়ে এ ঘটনায় ৪০ বছর বয়সী মো. এনসানের মৃত্যু হয় বলে উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান।

এনসান উপজেলার আলিপুর চাপারডাঙ্গার নাথপাড়া গ্রামের অজিহার রহমানের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রফিকুল বলেন, সোমবার কয়েকজন সঙ্গীকে নিয়ে ভারতে গরু আনতে যান এনসান। গভীর রাতে গরু নিয়ে সীমান্ত নদী ইছামতি পার হয়ে এপারে প্রবেশের পর হোঁচট খেয়ে পড়ে এনসান আহত হন।

“তার সঙ্গীরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।”

বিজিবির পদ্মশাখরা বিওপির হাবিলদার আবুল হোসেন বলেন, “হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর অসুস্থ হয়ে এনসান মারা যান।এটা স্বাভাবিক মৃত্যু।”