সুনামগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিকে পিটিয়ে হত‌্যা

সুনামগঞ্জের তাহিপুর সীমান্তের ওপারে ভারতের ভেতরে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত‌্যার খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 07:38 AM
Updated : 5 Dec 2016, 07:41 AM

নিহত বশির উদ্দিন (৩৫) তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পাহাড়তলী রজনীলাইন গ্রামের শুক্কুর আলীর ছেলে।

বিজিবি-২৮ ব‌্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মাহবুব হাসান জানান, ‘জ্বালানি তেল সংগ্রহ করতে’ সোমবার সকালে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের বড়ছড়া এলাকায় যান বশির।

স্থানীয় বাসিন্দারা বশিরকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভারতের বড়ছড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে বলে বিজিবি কর্মকর্তা মাহবুব জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বশিরের লাশ দেশে ফেরত আনার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, একটি চক্র ওপর থেকে চোরাই তেল এনে এপারে বিক্রির সঙ্গে জড়িত। বশির তাদের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে পুলিশের কাছ থেকে নিশ্চিত কোনো তথ‌্য পাওয়া যায়নি।