গাজীপুরে জুতা কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে একটি জুতার কারখানার পরিত্যক্ত মালামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 02:44 PM
Updated : 4 Dec 2016, 03:10 PM

রোববার বিকালে যমুনা গ্রুপের পেগাসাস সু ইন্ডাস্ট্রিজের গুদামে এ অগ্নিকাণ্ডে ওই গুদামের অধিকাংশ মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।  

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ কারখানায় বেলা সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন গুদামে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

“কারখানার পার্শ্ববর্তী সড়ক সংলগ্ন টিনশেড ভবনের ওই গুদামে পরিত্যক্ত জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন মালামাল রাখা ছিল।”

আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

কারও ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন আক্তারুজ্জামান।