নেত্রকোণায় মন্দিরে প্রতিমা ভাংচুর

নেত্রকোণা সদর উপজেলায় একটি মন্দিরে চারটি প্রতিমা ভাংচুর করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 01:28 PM
Updated : 4 Dec 2016, 01:28 PM

নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শনিবার রাতে বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় এক নারী পূজা দিতে গিয়ে দেখেন- মন্দিরের চারটি প্রতিমার মধ্যে একটি প্রতিমার কিছু অংশ ভেঙে মন্দিরের সামনে ও বাকি তিনটি প্রতিমা ভেঙে মন্দির থেকে প্রায় ১০০ গজ দূরে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাধন চন্দ্র সরকার অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

সাধন চন্দ্র সরকার জানান, মহাদেব, রক্ষাকালী, যোগিনী ও ডাকিনীর মূর্তি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।