দিনাজপুরে হরিজন পল্লীতে আগুন, আটক ১

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হরিজন পল্লীতে আগুনে ১০টি ঘর পুড়ে গেছে; নাশকতা সন্দেহে পুলিশ আটক করেছে একজনকে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 09:29 AM
Updated : 3 Dec 2016, 09:50 AM

আটক জুয়েল আগুন দিয়ে হরিজন পল্লী উচ্ছেদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ এনেছেন ক্ষতিগ্রস্তরা।

বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শামসুল আলম বলেন, শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার রেল কলোনির হরিজন পল্লীতে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মালপত্রসহ ১০টি ঘর পুড়ে যায় বলে তিনি জানান।

স্থানীয় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন বলছেন, “জুয়েল এলাকার কুখ্যাত অপরাধী। আগুন লাগার পর ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে হুমকি দিলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।”

ক্ষতিগ্রস্ত সোহেল বাসকার বলেন, “স্থানীয় আইয়ুব পকেটমারের ছেলে জুয়েল আমাদের লোকজনকে মারধর করেছিল। তারপর আগুন দিয়ে উচ্ছেদের হুমকি দেয়। ”

ক্ষতিগ্রস্ত জীবন লাল ও নিশিকান্ত সূত্রধরও একই অভিযোগ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েলকে আটকের পর এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে তাও নিশ্চিত করা হবে বলে তিনি জানান।