শার্শায় বোমা ‘তৈরির সময়’ বিস্ফোরণ, আহত ১

যশোরের শার্শা উপজেলায় ‘নিজের বানানো’ বোমার বিস্ফোরণে এক যুবকের কব্জি উড়ে গেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 03:08 PM
Updated : 2 Dec 2016, 03:09 PM

শুক্রবার দুপুরে উপজেলার মহিশাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরীফ হাবিবুর রহমান জানান।

আহত আশানুর রহমান (২৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা বানানোর সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে পুলিশ পাহারায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“তার বাম হাতের কব্জি উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে।”

ঘটনাস্থল থেকে ১০টি হাতবোমা, একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

এসআই হাবিবুর আরও বলেন, আশানুর একজন বোমা বানানোর কারিগর। সে বোমা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করত এবং নিজেও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে শার্শা থানায় কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায়ও একটি মামলা হয়েছে বলে জানান তিনি।