ভোলার ইলিশা ঘাটে ফেরি চলাচল শুরু

মেঘনার ভাঙনে বিলীন হয়ে সাত মাস বন্ধ থাকার পর ভোলার ইলিশা ফেরি ঘাটে পারাপার শুরু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 12:19 PM
Updated : 1 Dec 2016, 02:10 PM

বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন উদ্বোধনের পর ঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয় বলে ফেরি সার্ভিসের ম্যানেজার আবু আলম হাওলাদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা আড়াইটার দিকে ফেরি ‘কিষাণী’ ঘাট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া পণ্যবাহী অর্ধশতাধিক ট্রাক ঘাট সড়কে পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

“মেঘনার ভাঙনে চলতি বছরের ১২ এপ্রিল থেকে ইলিশা ঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর বিকল্প উপায়ে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে এ রুটের ফেরি সার্ভিস চালু করা হলেও ভাড়া ও সময় বেশি লাগত।”

বর্তমানে ভোলা-লক্ষ্মীপুর রুটে কিষাণী ছাড়াও কঁনকচাপা নামে আরও একটি ফেরি চলাচল করছে।