রাজবাড়ীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাঁচটি পারিবারিক মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 10:13 AM
Updated : 30 Nov 2016, 10:13 AM

গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালীর ট্যাংরাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালীর ট্যাংরাপাড়া গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রাজু সরদার (২৮), মোসলেম সেখের ছেলে জসিম সেখ (২৫) ও হায়াত আলী সেখের ছেলে সাগর সেখ (১৯)।

ছোটভাকলা ইউনিয়নের চরকাচরোন্দ গ্রামে সোমবার রাতের কোনো এক সময়  শিব ও কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের পাশাপশি দুর্বৃত্তরা একটি মন্দিরের প্রতিমা নিয়ে যায় বলে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম জানিয়েছিলেন।

গ্রেপ্তারকৃতদের দুপুরে রাজবাড়ীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আজাদ জানান।

একমাস আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়। ওই সময় দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে।