শরীয়তপুরে জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

পুত্রবধূ ও ভাইয়ের বউকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে শরীয়তপুরের একটি আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2016, 11:40 AM
Updated : 29 Nov 2016, 11:40 AM

মঙ্গলাবার দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র কবিরাজ ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামেরর বাসিন্দা।

মামলার নথির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর মির্জা হযরত আলী জানান, ২০১০ সালের ২৮ জুলাই গোবিন্দ চন্দ্র কবিরাজ বাড়ির মন্দিরে পূজা দিচ্ছিলেন।পূজায় বিঘ্ন ঘটায় ছেলের বউ অর্চনা কবিরাজকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। আর এ ঘটনা দেখে ফেলায় ভাইয়ের বউ রানী বালাকেও একই বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে গোবিন্দ।

“এ ঘটনায় ওই দিনই ভাই লাল মোহন কবিরাজ বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”