খুলনার সাংবাদিক মানিক হত্যা মামলার রায় বুধবার

দীর্ঘ একযুগ ধরে মামলার কার্যক্রম চলার পর আগামী বুধবার খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2016, 03:23 AM
Updated : 30 Nov 2016, 08:23 AM

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, গত এক সপ্তাহ ধরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবার পর সোমবার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার আলোচিত এ হত্যা ও বিস্ফোরক মামলার রায়ের দিন নির্ধারণ করেন।

গত ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরের রাস্তায় বোমা হামলায় ঘটনাস্থলেই মারা যান মানিকচন্দ্র।

একুশে পদকপ্রাপ্ত মানিক ছিলেন দৈনিক সংবাদ ও বিবিসির প্রতিনিধি।

আইনজীবী এনামুল বলেন, হত্যার দুই দিন পর খুলনা সদর থানার এসআই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। বুধবার দুটি মামলারই রায় ঘোষণা করা হবে।

সাক্ষীরা আদালতে আসতে দেরি করায় বিচারকাজ শেষ হতে বেশি সময় লেগেছে বলে জানান আইনজীবী।