নেত্রকোনায় ৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

যুদ্ধাপরাধের অভিযোগে দুই সহোদরসহ তিনজনের বিরুদ্ধে নেত্রকোনার একটি আদালতে মামলা হয়েছে।

নেত্রকোনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 04:13 PM
Updated : 28 Nov 2016, 04:33 PM

জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ রোববার বিকালে মামলাটি করেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি লেহাজ উদ্দিন।

আসামিরা হলেন - উপজেলার মাসকা গ্রামের হযরত আলী (৭০), তার ভাই আব্দুর রহমান (৬০) ও তাদের প্রতিবেশী হামিদুর রহমান (৬০)।

আইনজীবী মো. শহীদুল্লাহ মামলার বরাত দিয়ে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তারা পাকবাহিনীকে সহায়তা করেন। বাদীর বাবা আব্দুল মোতালেব আসামিদের এসব ‘অপকর্মে’ বাধা দিতেন বলে ১৯৭১ সালের ২৭ নভেম্বর তাকে তারা হত্যা করেন তারা।

“আসামিদের বিরুদ্ধে হত্যা, ভূমি দখল ও লুটতরাজের অভিযোগ আনা হয়েছে।”

মামলা দায়েরের পর আদালত সংশ্লিষ্ট ট্র্যাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী শহীদুল্লাহ।