শেরপুরে আচরণবিধি ‘লংঘন’, হুইপকে নোটিস

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়া চন্দন কুমার পালকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 02:24 PM
Updated : 28 Nov 2016, 02:56 PM

শেরপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম সোমবার সন্ধ্যায় এ নোটিস দেন।  

জেলা প্রশাসক নিজে নোটিস দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানতে চাওয়া হয়েছে।

নোটিশের সঙ্গে সোমাবার দুটি দৈনিকে এ সংক্রান্তে প্রকাশিত রিপোর্ট সংযুক্ত করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। 

শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হক সন্ধ্যায় হুইপ আতিউর রহমান আতিক এবং আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চন্দন কুমার পালের কাছে নোটিস পৌঁছে দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।

গণমাধ্যমে আসা সংবাদে জানা যায়, দলের মনোনয়ন পাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল রোববার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে শেরপুর আসার পথে দলের নেতাকর্মীরা কয়েকশ মোটরসাইকেল ও প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন নিয়ে তাকে স্বাগত নিযে জেলা শহরে প্রবেশ করেন। 

একই সময়ে জেলার পৃথক স্থানে তিনটি সমাবেশ করা হয়। ওই সময় শেরপুর-১ আসনের সাংসদ সংসদের হুইপ আতিউর রহমান আতিক একটি সমাবেশে বক্তব্য রাখেন।