নওগাঁয় গ্রিল কেটে ডাকাতি

নওগাঁর রানীনগর উপজেলায় গ্রিল কেটে ‘সাত লাখ’ টাকার মালপত্র ডাকাতির খবর পাওয়া গেছে; তবে পুলিশ একে চুরি বলে দাবি করেছে।

নওগাঁয় গ্রিল কেটে ডাকাতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 12:52 PM
Updated : 28 Nov 2016, 12:53 PM

উপজেলার করজগ্রামের ভূপেনন্দ্রনাথ অভিযোগ করেন, রোববার রাত দেড়টার দিকে গ্রিল কেটে ঘরে তার বাড়িতে লুটপাট চালায় আট-দশ জনের একদল ডাকাত।

“তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৬০ হাজার টাকা, ১২ ভরি সোনার গয়না, কাঁসার থালা-বাসন, মোবাইল ফোনসহ সাত লক্ষাধিক টাকার মালপত্র লুট করে চলে যায়।”

রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “এটা ঠিক ডাকাতি নয়। চোররা চুরি করার সময় গৃহকর্তা টের পাওয়ায় তাকে জিম্মি করে কিছু মালপত্র নিয়ে গেছে ।”

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

সকালে নওগাঁ সদর সার্কেলের এএসপি সামিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।