নাটোরে শিক্ষককে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে একটি স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন উপজেলার শিক্ষক-কর্মচারীরা।  

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 12:06 PM
Updated : 28 Nov 2016, 12:07 PM

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচিতে উপজেলার ৫২টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ম্যানেজিং কমিটির সদস্য হতে না পেরে গত মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য বাচ্চু প্রামাণিক ও তার লোকজন পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।

মিজানুর ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর মূল আসামিদের এখনও  পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক ওয়াছেক আলী সোনার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষক সেলিম মৃধা, এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।