নেত্রকোণায় ১০ ঘর ভস্মীভূত, শিশুর মৃত্যু

নেত্রকোণার আটপাড়া উপজেলায় একটি আশ্রয়ন প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে; দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 11:52 AM
Updated : 28 Nov 2016, 11:52 AM

সোমবার তেলিগাতি ইউনিয়নের পূর্ব হাতিয়র আশ্রয়ন প্রকল্পে ফাতেমা (২) নামের মেয়েটির মৃত্যু হয়। ফাতমা স্বামী পরিত্যক্তা ঝরনা আক্তারের মেয়ে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার জানান,  আশ্রয়ন প্রকল্পটিতে পাঁচটি ব্যারাকে ৫০টি পরিবারের বাস। একেকটি ব্যারাকে পাঁচটি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি করে পরিবার থাকে।

“বেলা দেড়টার দিকে ঝরনা আক্তারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি ব্যারাকের ১০টি ঘর পুড়ে যায়।”

অগ্নিকাণ্ডের সময় শিশু ফাতেমা ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। দগ্ধ হয়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলেন নির্মল।

জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা ও অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুপুর ও রাতের খাবারের জন্যে তাৎক্ষণিক এক হাজার টাকা করে সহায়তা দেন।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিসহ ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য ইউএনওকে  নির্দেশ দেওয়া হয়েছে। পরে তাদেরকে আরও সহায়তা দেওয়া হবে।