পুলিশ আর আগের পুলিশ নেই: ডিআইজি মারুফ

পুলিশের বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বলেছেন, পুলিশ সেই আগের পুলিশ নেই, পুলিশ এখন আগের চেয়ে অনেক গতিশীল, অনেক আধুনিক।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2016, 06:21 PM
Updated : 27 Nov 2016, 06:21 PM

রোববার ঝালকাঠি পুলিশ লাইন্সে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সম্প্রতি ঝালকাঠিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তুলে ধরে মারুফ হাসান বলেন, “ঝালকাঠিবাসী ও পুলিশ আজ এক হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে পুলিশ-জনতা এক হয়ে কাজ করে সব সমস্যা প্রতিরোধ করবে।”

তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী চক্র এখনও ঘাপটি মেরে আছে। তারা চাইছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তাদের প্রতিহত করতে  জনগণ ও পুলিশকে একসাথে কাজ করতে হবে।”

জনপ্রতিনিধিদের আসামিদের পক্ষ নিয়ে তাদের ছাড়ানোর জন্য থানায় আসতে বারণ করেন ডিআইজি।

“পুলিশের সাথে টাকা পয়সা নিয়ে দেন দরবার করবেন না। তাহলে জনগণ পুলিশের কাছ থেকে প্রকৃত সেবা পাবে।”

কোনো পুলিশ সদস্য নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জুবায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. আব্দুর রহিম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকাদর, নলছিটির পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধূরী, ঝালকাঠি সরকরি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।