কুড়িগ্রামে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা, আটক ৬

জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামের উলিপুরে সাবেক এক সেনা সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2016, 01:15 PM
Updated : 27 Nov 2016, 01:16 PM

রোববার উপজেলার ধরনীবাড়ী গ্রামেন এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে উলিপুর থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান।  

নিহত আব্দুল আজিজ (৫৫) ঐ গ্রামের প্রয়াত মমতাজ উদ্দিন মুন্সির ছেলে ও সাবেক সেনা সদস্য।

আহত আরজু বেগম (৪৮), আব্দুল হামিদ (৬০), আবু জাফর (৪০) ও ওবায়দুলকে (২৬) উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি সাইদ বলেন, ২৪ শতক জমি নিয়ে আব্দুল আজিজের সঙ্গে একই গ্রামের আশরাফ আলী ও মোহাম্মদ আলীর বিরোধ চলছিল।

“রোববার ভোরে ওই জমিতে আশরাফ আলী ঘর তোলা শুরু করে। সকাল ৮ টার দিকে আজিজ ঘর তোলার কারণ জানতে চান। এ সময় আশরাফ ও মোহাম্মদ আলী তার লোকদের নিয়ে আজিজকে লাঠিপেটা ও ধারালো অস্ত্র কুপিয়ে জখম করে।

আজিজের চিৎকারে তার স্ত্রী আরজু, ভাই হামিদ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে মারধরে তারাও আহত হন। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আজিজের মৃত্যু হয়।”

এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষ মোহাম্মদ আলী (৫৬), জহুরা বেগম (৪৫), মারুফা বেগম (৩৮), নুরানী বেগম (৪৫), আসমা বেগম (৫০) ও পারভীনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।