বাগেরহাটে কথিত বন্দুকযুদ্ধে ‘জেএমবি’ নিহত

বাগেরহাট সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে, যিনি নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস‌্য বলে পুলিশের ভাষ‌্য।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2016, 03:38 AM
Updated : 27 Nov 2016, 05:24 AM

জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলছ্নে, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার রাখালগাছি বাজারের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে পঙ্কজ রায় জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জেএমবির সদস‌্যরা নাশকতার উদ্দেশ্যে রাখালগাছি বাজারে জড়ো হয়েছে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়।

“এ সময় ডাকাতেরা পুলিশের গাড়ি লক্ষ‌্য করে হাতবোমা ও গুলি ছোড়ে।। আত্মরাক্ষার জন‌্য পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। পরে তারা পিছু হটলে সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়।”

পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার জানান।  

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি শুটার গান, তিনটি হাতবোমা ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে তিন পুলিশ সদস‌্যের আহত হওয়ার কথা বললেও বিস্তারিত জানাননি পঙ্কজ রায়।